ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ভবেরচর বাস স্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় বেড়েছে ভাসমান পতিতা ও ছিনতাইকারীদের উৎপাত!
এসব অপরাধীদের অভিনব স্টাইলের ফাঁদে পরে সর্বস্ব হারাচ্ছে অনেক শ্রমিক ও সাধরণ পথচারীরা। অবিলম্বে এ ধরণের কর্মকান্ড বন্ধের জন্য গজারিযার আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী!
সুত্র জানায়,রাত হলেই মহাসড়কে চলাচলরত শ্রমিক ও সাধারণ পথচারীদের অভিনব স্টাইলে ফুঁসলিয়ে নিয় যায় ভবেরচর ফুটওভার ব্রিজের ওপর, ঈদগাহ এলাকা সংলগ্ন ব্রিজের নিচে ও বাউশিয়া আকিজ ইস্পাত কারখানা সংলগ্ন ব্রিজের নিচে। আর সেখানে ওঁৎ পেতে থাকা সঙ্গ বদ্ধ ছিনতাইকারী তাদের জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে নিচ্ছে। আর এসকল ভাসমান পতিতা ও ছিনতাইকারীদের পিছনে রয়েছে কিছু নষ্ট স্থানীয় লোকদের হাত।
এবিষয়ে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত এটিএম আখতারুজ্জামান বলেন, পুলিশ কোনো অপরাধীকে ছাড় দিচ্ছে না।ছিনতাইকারীদের ধরতে প্রতিনিয়ত টহল জোরদার রাখা হয়েছে। গজারিয়ায় অপরাধ করে কেউ পার পাবে না।