এস এম রফিক মাহমুদ নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা চরক্লার্ক ইউনিয়ন এর জনতাবাজার এলাকায় কবির সওদাগর বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লেগে সিএনজি অটোরিকশা সহ মোট চার (৪) টি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে,
০১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে এ অগ্নি দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ এর তার হতে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে,
কাওসার ড্রাইভার ও তার ছোট ভাইয়ের ২টা CNG সহ ১টা অটো,১টা ট্রাক্টর টলীসহ একটি ঘর আগুনে জ্বলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
ভুক্তভোগী সিএনজি ড্রাইভার কাউছার আলম বলেন আমরা দুই ভাই দুটি সিএনজি কিস্তিতে নিয়ে ভাড়ায় চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করি, সিএনজি দুইটি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়াতে আমরা অসহায় হয়ে গেছি, আমাদের চলার মত আর কোন উপায় নেই, আগুনে পুড়ে যাওয়া
সিএনজির ড্রাইভার কাউছার আলম ও রবি আলম এর মা কান্নাজড়িত কন্ঠে বলেন আমার ছেলেরা একদম শেষ হয়ে গেছে আমি সবার সহযোগিতা চাই।
এলাকাবাসী বলেন কবির সওদাগরের নিজ বাড়িতে গ্যারেজ খুলে সিএনজি অটোরিকশা টাক্টরটলীর জন্য ভাড়া দেন।
ভাড়া ঘরের বৈদ্যুতিক সংযোগ এর প্রয়োজনিয় নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে। গ্যারেজ ঘরে কোন বিদ্যুৎ এর মিটার, ইলেকট্রনিক ওয়ারিং নেই,
একজন অটোরিক্সা চালক জানান পাশের বাড়ির( দুই বাড়ির পর) থেকে তারের সাহায্যে বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোরিকশা চার্জ দিতেন, প্রয়োজনীয় নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে ।
স্থানীয় যুবলীগ নেতা মোজাক্কের ও যুবলীগ নেতা আব্দুল জলিল বলেন বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লেগে সিএনজি, অটোরিকশা, টাক্টরটলী সহ ঘর পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় বিশ লক্ষ টাকার, এমতাবস্থায় প্রধানমন্ত্রী, এমপি, উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ বৃত্তবানদেন কাছে অনুরোধ করেন যেন এই অসহায় সিএনজি অটোরিকশা ড্রাইভারদের সহযোগিতায় এগিয়ে আসেন।