রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি
বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত লাবলু’র ১৫তম মৃত্যুবার্ষিকী আগামী ২ ফেব্রুয়ারি। ২০০৯ সালের এইদিনে তিনি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
সৈয়দ আবুল হাসনাত লাবলু সর্বশেষ দৈনিক যুগের আলো পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি জীবদশায় দৈনিক দাবানল, দৈনিক পরিবেশসহ বেশ কয়েকটি পত্রিকায় গুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ বেতার রংপুর এর একজন সংবাদ পাঠক হিসেবেও তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি রংপুর প্রেসক্লাবে সহ-সভাপতিসহ বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ট ছিলেন। কতিপয় কবিতা কর্মীসহ বেশ কিছু সাহিত্য ও সামিজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি।
সদা হাস্যজ্জল এই মানুষটি ছড়া লিখতেন। ছড়ার পাশাপাশি কবিতা ও সাহিত্যের অন্য শাখাতেও ছিলো তার বিচরণ। তার বেশ কয়েকটি গ্রন্থও রয়েছে। বর্তমানে রংপুর নগরীর শালবনস্থ বাসায় তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্র বসবাস করছেন।