আটক

কবরস্থানের গাছ কাটার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি

 
কবরস্থানের গাছ কাটার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি জনসংযোগ

স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে জোরপূর্বক কবরস্থানের গাছ কাটার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুস ছালাম প্রকাশ জুলহাস (৪৩) বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন আদালত। জুলহাস উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের সরুয়ালা বেথারগাঁও গ্রামের সমছু মিয়ার পুত্র।

সম্প্রতি সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জুলহাসের গ্রেফতারী পরোয়ানার সত্যতা প্রকাশ করা হয়েছে। এমনকি বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে জুলহাসকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যতায় তার (জুলহাস) অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন হইবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উপজেলার সরুয়ালা বেখারগাঁও গ্রামস্থ মৃত ওয়াজিদ আলীর পুত্র মনির হোসেনের পারিবারিক কবরস্থানে ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে গাছ কাটার ঘটনাটি সংঘটিত হয়ে ছিল।

এরপর মনির হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা নং বিশ্বনাথ সিআর ৪৮/২০২১ইং।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker