মোঃ সামিউল আলম সায়মন, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে সহস্রাধিক বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- নীলফামারী সিপিসি -২।
আজ ৩ ফেব্রুয়ারি শনিবার নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ কার্যালয়ে এ তথ্য প্রদান করেন রংপুর এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।
ডিমলা উপজেলার ডালিয়া ক্লোজার পাড়া এলাকার ইনতাজ আলীর ছেলে মোঃ হুমায়ুন কবির (৩৪), ডালিয়া আদর্শ পাড়া এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে মোঃ সৈয়দ আলী (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দিবাগত রাতে তিস্তা ব্যারেজগামী পাকা রাস্তা থেকে ১ হাজার ৩২৫ বোতল ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে মাদক মামলা রুজু করে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে