জামালপুর প্রতিনিধিঃএ,কে,এম নুর আলম নয়ন
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে উপজেলার পৌর আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাশকান্দা এমপি নুর মোহাম্মদের বাড়িতে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারের সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর -১ আসনের সংসদ নূর মোহাম্মদ এমপি।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর মেয়র প্রার্থী বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর সহ অনেকে।প্রধান অতিথি নূর মোহাম্মদ এমপি তার বক্তব্যে বলেন বকশীগঞ্জ পৌর নির্বাচন নিয়ে আমার অবস্থান নিরপেক্ষ। আমি কারো পক্ষে না। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দুইজন তারা দুজনেই দলের লোক আপনারা আমাদের দলীয় প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন অন্য কাউকে ভোট দিবেনা।