ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা নিহত শিশুর নাম নুসরাত জাহান(৫)। সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের মোঃ হাসানের মেয়ে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় গজারিয়া উপজেলা কমপ্লেক্স সংলগ্ন গজারিয়া উপজেলা সড়ক ধরে হেঁটে আসছিলেন নাসরিন আক্তার। তার পাঁচ বছর বয়সী মেয়ে নুসরাত জাহান তার সাথে ছিল। তারা রিগাল ফার্নিচার শো-রুমের সামনে আসলে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ান। তবে এ সময় নুসরাত মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তার মা নাসরিন আক্তার তাকে বাঁচাতে এগিয়ে যেতে চাইলে তাকেও আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। আহত অবস্থায় মা এবং মেয়েকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আঘাত গুরুতর হওয়ায় শিশু নুসরাত জাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকাল পাঁচটার দিকে মারা যায় সে।
নিহত নুসরাত জাহানের নানা ইসমাইল তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।