নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে আবে হায়াত নিট কম্পোজিট লিমিটেডের নতুন তৈরি পোষাকশীল্প কারখানার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৫ ফেব্রুয়ারী/২৪) দুপুরে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন নতুন কারখানাটির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল ইসলাম ডাবলু।
এসময় কারখানার মূল ফলকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আবে হায়াত ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা মোঃ মোশারফ হোসেন। পরে সেখানে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবে হায়াত ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেডের চোয়ারম্যান মোছাঃ পারভীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,রূপালী ব্যাংক নীলফামারী শাখার ম্যানেজার মাসুদ রানা, অগ্রাণী ব্যাংক নীলফামারী শাখার ম্যানেজার শামীম আহমেদ, ইসলামী ব্যাংক নীলফামারী শাখার সহ-ম্যানেজার আনোয়ার হোসেন, আবে হায়াত নিট কম্পজিটের ম্যানেজার মোকলেছুর রহমান মাতিন।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আবে হায়াত ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা মোঃ মোশারফ হোসেন বলেন, নতুন এ কারখানাটিতে প্রথম অবস্থায় ৫০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা যেন পর্যায়ক্রমে এই কারখানায় ৬০০ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি সেই লক্ষেই কাজ করছি। এখানে মূলত টি-শার্ট উৎপাদন করা হবে।