দেশ সংযোগ

গাইবান্ধায় গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ প্রকৌশলী কল্যাণ সংস্থার

 
গাইবান্ধায় গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ প্রকৌশলী কল্যাণ সংস্থার জনসংযোগ

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা। সোমবার গভীর রাতে গাইবান্ধার রেলওয়ে স্টেশনে প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে প্রকৌশলী কল্যাণ সংস্থার সভাপতি
প্রকৌশলী মোঃ ফরমান আলী বলেন,এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে প্রকৌশলী কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা এসেছি পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি গাইবান্ধার বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী রোকন-উদ-দৌলা রোকন,
দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, কোষাধাক্ষ্য ইঞ্জিনিয়ার চমক কুমার, কার্যকরী সদস্য প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker