সারাদেশে সংবাদদাতা নিয়োগ চলছে

গণমাধ্যম

বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি শিপন- সম্পাদক হিমেল নির্বাচিত

বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি শিপন- সম্পাদক হিমেল নির্বাচিত জনসংযোগ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বেরোবি প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার বেরোবি প্রতিনিধি মো. কামরুজ্জামান হিমেল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড বিজন মোহন চাকী। নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব মো. আলী হাসান।

নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি দৈনিক কালবেলা ও ডেইলি ক্যাম্পাসের বেরোবি প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রাইজিং বিডির (অনলাইন) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজেদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক ঢাকা মেইলের মো. কামরুজ্জামান পুলক, কোষাধ্যক্ষ নবপ্রভাতের বেরোবি প্রতিনিধি আল আমিন সাদিক ছায়েম। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন মো. ইমন আলী ও আবুল খায়ের জায়ীদ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

আপনার পন্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এ সম্পর্কিত আরও খবর

Back to top button