কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় দি – এশিয়া ফাউন্ডেশন এর আয়োজনে সহনশীলতা ও শান্তিনির্মাণ বিষয়ক সংলাপ বুধবার (৭ফেন্রুয়ারী)বিকেলে শহীদবাগ স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়।
শান্তীনির্মাণ বিষয়ক সংলাপে উপস্থিত ছিলেন দি – এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা বেগম শরিফা, সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা সুলতানা স্নিগ্ধা সিনিয়র প্রজেক্ট অফিসার ইরফানুল বারী সরকার, শহীদবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পরেশ চক্রবর্তী সহকারি শিক্ষক অভয় চন্দ্র বর্মন,হরিদাস ব্রহ্মা আশ্রম এর সম্পাদক সুশান্ত চন্দ্র বমন, ইউপি সদস্য রাজু মিয়া, যুব ঐক্য পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক সুবাস শীল এছাড়াও শিক্ষক,সাংবাদিক খ্রিস্টান মসজিদের ইমাম, ভলান্টিয়ার সহ ৪০ জন উপস্থিত ছিলেন।