গাইবান্ধা প্রতিনিধি
কম্বল দেওয়ার লোভ দেখিয়ে গাইবান্ধার সাদুল্ল্যাপুরে গৃহবধৃকে ধর্ষন শিকার। অভিযোগ উঠাছে এক বখাটে যুবক। এ ব্যপারে সাদুল্লাপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।
সাদুল্ল্যাপুর থানার মামলার বিবরনে জানা যায়,বুধবার রাতে সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের বাসিন্দা আফছার আলীর মেয়েকে কম্বল দেওয়ার কথা বলে পার্শ্ববতী বাড়ির শ্যামল চন্দ্র রাতে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। তারপর মেয়েটির হাত পা বেধে পাশবিক নির্যাতন চালায় । মেয়েটির গোঙ্গানীর শব্দ শুনে আশে পাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক শ্যামল চন্দ্র পালিয়ে যায়। বিষয়টি মিমাংশার চেষ্টা করা হয় স্থানীয় ভাবে । কিন্তু‘ মেয়ে ও তার স্বজনরা সাদুল্লাপুর থানায় ধর্র্ষক স্যামল চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করে।
সাদুল্লাপুর থানার ওসি আজমিরুজ্জামান জানান, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।