বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় র্যাবের অভিযানে ৯ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মোঃ রায়হান আলী (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার শাজাহানপুর উপজেলার নাড়িয়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ রায়হান আলী (৪০)।এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
র্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয় র্যাব। অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি রায়হান আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।এর আগে, গত ১৪ ডিসেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলার নারচী এলাকায় ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী স্কুলে যাচ্ছিল। পথে জোরপূর্বক ওই স্কুল ছাত্রীকে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় রায়হান।
এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে চলতি বছরের ২১ জানুয়ারি বগুড়ার শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে রায়হানকে গ্রেফতার করে র্যাব।