আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন
জরিমানা

মুন্সীগঞ্জে সিরাজদিখানে তিন ইটভাটা কে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে সিরাজদিখানে তিন ইটভাটা কে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা জনসংযোগ

ওসমান গনি, মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন অমান্য করা এবং বায়ু দূষণের অপরাধে তিনটি ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকদের সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী সকাল থেকে অভিযান চলে বিকেল পর্যন্ত। এ সময় ওই তিনটি ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকদের এই অর্থদণ্ড দেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

অভিযানে জানা গেছে,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ)আইন-২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী খাজা ব্রিকসকে ৫ লাখ, সাজিদ ব্রিকসকে ৫ লাখ ও স্টার গ্রীন ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সাথে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনীয় ২০১৯ ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়।

এসময় অভিযানে দায়িত্বে ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট্রি মো:আব্দুল্লাহ আল মামুন,এই পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো:মান্নান মিয়া ও মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যগণ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

আপনার পন্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এ সম্পর্কিত আরও খবর

Back to top button