এস এম রফিক মাহমুদ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন এর বাংলা বাজার এলাকার স্থাণীয় হাজি আব্দুল আহাদের পুত্র আব্দুল খালেক বলেন ৫০ বছর আগে তার বাবা চরক্লার্কের সাবেক চেয়ারম্যার সাহাব উদ্দিনের বাবা কুদ্দুস মিয়ার কাছ থেকে জমিটি (দোকানঘর) দখল সূত্রে কিনে মালিক হন। ১৩/১৪ বছর আগে সাহাব উদ্দিন দলীল ও প্রদান করেন।
৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাশেই সাহাব উদ্দিনের জায়গায় একটি মার্কেট নির্মাণাধীনের কাজ চলমান অবস্থায় পাশেই খালেক গংদের জমিতে রোপন করা ৪০ বছরের পূরোনো নারিকেল গাছটি জোর পূর্বক কেটে জায়গা দখলের চেষ্টা করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেন।
সাবেক চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন বলেন, জমি নিয়ে বিরোধ আছে সরকারি আমিনদ্বারা পরিমাপ করে যা হয় উনারা পেলে নিবেন,আবদুল খালেক বলেন আমাদের সকল কাগজপত্র আছে। এবং পরিমাপের সিদ্ধান্ত হয়েছে যদি কাগজপত্রে জায়গা পায় সেটা ছেড়ে দেয়া হবে, না পেলে আমাদেরটা আমাদের থাকবে।
এ বিষয়ে সঠিক বিচারের দাবী জানান আব্দুল আহাদের পুত্র আব্দুল খালেক।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.