সারাদেশ

দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় 

 
দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়  জনসংযোগ

মোকাররম হোসেন পিয়াস,দগনভূঞা (ফেনী) প্রতিনিধি

দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ডায়েরি প্রদান অনুষ্ঠান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা ও পৌর শাখা।

শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় ও ডায়েরি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. ইয়াছিন সুমন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনির সঞ্চালনায় বত্তব্য রাখেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, নুরুল আলম খাঁন, ইমাম হাছান কচি, ফেনী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আব্দুর রহিম, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন ও পৌর জমায়াতের আমির কামরুল আহসান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামানসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন বলেন, দাগনভূঞাতে স্টেডিয়াম, শিশুপার্ক, ফায়ার সার্ভিস স্থাপন ও যানজটমুক্ত দাগনভূঞা শহর গড়ে তুলতে এবং দাগনভূঞাকে মাদকমুক্ত করার জন্য তিনি সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker