বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় র্যাবের অভিযানে মোঃ তাহাজুল ইসলাম তাহাজ্জুল (৩৮) নামে ডাকাত দলের এক সর্দারকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তাহাজুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলদিপুর এলাকার মৃত আঃ জলিলের ছেলে।
এসকল তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) র্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি জ্যাকস্ক্রু, ১টি স্লাই রেঞ্জ, ১টি হাতুরি, ১টি লোহার পাইপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একটি সংঘবদ্ধ গরু ডাকাতি চক্রের সর্দার। এই চক্রের কয়েকজন সক্রিয়ভাবে ডাকাতি করে, কয়েকজন ডাকাতির মালামাল নিয়ে যেতে সাহায্য করে এবং অন্যান্য সদস্যরা সেগুলো বিক্রয়ের ব্যবস্থা করে। তাদের নির্দিষ্ট ক্রেতা রয়েছে। তারা এ যাবত ৫০০ থেকে ৬০০ গরু চুরি ও ডাকাতি করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় পাঠানো হবে।