সারাদেশ

বগুড়া মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

 
বগুড়া মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত জনসংযোগ

বগুড়া শিবগঞ্জ প্রতনিধি,মোঃ জান্নাতুল নাঈম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে, শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪’টা পর্যন্ত বিদ‍্যালয়ের মাঠে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৭বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।

তিনি বলেন, “আজ আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে” ঠিক মত লেখা পড়া করতে চায় না, এটি লেখা পড়ায় মনোযোগী হতে হবে” নিজের পায়ে দাঁড়াতে হলে অক্লান্ত পরিশ্রম করতে হবে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সব সময় ভালো ফলাফল করতে হবে। তাই ভালো ফলাফল অর্জন করে এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। মনে রাখবে তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বগুড়া জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয়, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ প্রামানিক, উপজেলা জাতীয় পার্টির সংগঠন সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন, আটমূল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম বাসু, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ছানাউল হক ছানা, মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক, সহকারী পেশ ইমাম আব্দুল হামিদ, ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোশাররফ হোসেন, জাপা নেতা ছাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহঃ প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মোছাঃ সোহেলী পারভীন, শহিদুল ইসলাম, সুফি আলম, মোছাঃ সিরাতুল জান্নাত জুয়েল, খায়রুল ইসলাম, শহীদুল ইসলাম, মেহেরুল ইসলাম, লিখন প্রাং প্রমূখ।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker