সাদ্দাম উদ্দীন রাজ,রায়পুরা উপজেলা(নরসিংদী)
নরসিংদীর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার অফিস কক্ষে এ সভা হয়। এসময় রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা এবিএম আজরাফ টিপু, আশিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, সহ সভাপতি রিয়াজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, কোষাধ্যক্ষ মো শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক ইতি খানম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল কাদির, সদস্য সাদ্দাম উদ্দিন রাজ প্রমূখ।
সভায় বিগত দিনের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো শফিকুল ইসলাম। ক্লাব উন্নয়নে উন্মুক্ত আলোচনা করা হয়। সার্বিক বিষয়ে আলোচনা শেষে উপস্থিত সকলে দেশ ও জাতীর কল্যাণে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশসহ ক্লাবের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জানা গেছে, গত ২২ নভেম্বর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আজরাফ টিপু, রায়পুরা পৌর মেয়র মো জামাল মোল্লাসহ চার উপদেষ্টাদের নিয়ে ১১ সদস্য কমিটি হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.