কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজ ও সেবা দানকারীদের সংলাপ রবিবার(১১ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়েছে। জাগরনী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে কুর্শা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ।
এতে বক্তব্য রাখেন মর্যাদা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাহফুজা খাতুন,ইউনিট ম্যানেজার অনিতা রানী গুহ, ফিল্ট ফেসিলেটর নিরঞ্জন চন্দ্র, ইউপি সদস্য তবারক হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রমূখ।
কাউনিয়া উপজেলায় ৩ ইউনিয়নের মধ্যে বালাপাড়া, টেপামধুপুর, ও কুর্শা ইউনিয়নের ৬শ’ জন মর্যাদা প্রকল্প সদস্যদেরকে ১২ হাজার ৫ শ’ টাকা মূল্যের উৎপাদনশীল সম্পদ দেওয়া হয়েছে।