সুবর্ণচরে বাংলা বাজার দাখিল মাদ্রাসার ২০২৪ সালে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
এস এম রফিক মাহমুদ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলা চরক্লার্ক ইউনিয়ন এর ঐতিহ্যেবাহি শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার দাখিল মাদ্রাসার ২০২৪ সালে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে,
আজ ১১ ফেব্রুয়ারি রবিবার, মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, নোয়াখালী জর্জ কোর্টের এপিপি, সুবর্ণচর উপজেলার ০৩ নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আবুল বাসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরক্লার্ক ইউনিয়ন বিশিষ্ট সমাজ সেবক হানিফ ক্যাশিয়ার, ছমিরহাট ইসমাইলীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ ফয়েজ উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক হাজী আবদুল মান্নান মিয়া, মাদ্রাসার সুপার মাও শেখ ফরিদ, সহ সুপার মাও জাহাঙ্গীর আলম, সেকান্দর হোসেন, আবদুল মোতালেব, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, সাংবাদিক এস এম রফিক, রিপোর্টার হাবিবুর রহমান রনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন ২০২৪ সালের সকল এস এস সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের লেখা পড়া করে মানুষের মত মানুষ হও, তোমরাই আগামীর বাংলাদেশ, সৎ ও আদর্শবান সুনাগরিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
বক্তারা বলেন বাংলা বাজার দাখিল মাদ্রাসাটি খুবই সুনামের সহীত শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছেন, আগামীতেও এমন কার্যকম চলমান থাকবে, এবছর ৩৬ জন ছাত্র ছাত্রী এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী, পরিচালনা কমিটির সদস্য, এলাকার গন্যমান্যব্যাক্তি সহ মাদ্রাসা সকল শ্রেণির ছাত্রছাত্রী বৃন্দ।
এসময় বিদায়ী ছাত্র ছাত্রীদের মানপত্র পড়ে শোনানো হয়,পরে আনন্দঘন ও আবেগঘন পরিবেশে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।।