কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মুনাজাত ও বিদায় সংবর্ধনার আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ সরকার, কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম, কাউনিয়া কলেজের প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারি শিক্ষক কাজী মো. মনিরুজ্জামানসহ শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত করা হয়।
আগামী ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৬০ জন পরীক্ষার্থী অংশ নিবেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।