ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী, নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি আক্কাচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক বিশেশ্বর চন্দ্র বিশ্বাস, এসএটিভির জেলা প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য ফয়সাল আহমেদ সহ অন্যান্যরা। রোববার সন্ধ্যায় পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় অতিথিরা।