দেশ সংযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা জনসংযোগ

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনামিকা মন্ডল(১৫)নামে এক স্কুল ছাত্রী নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিণহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী শেখরনগর দক্ষিণহাটী গ্রামের অটোরিকশা চালক নারায়ন মন্ডলের মেয়ে এবং রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্রী।

শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন,ঘটনার সময় রাতে নিহত অনামিকার বাবা – মা বাড়িতে ছিল না।তারা এক এনজিওতে গিয়েছিল।রাতে বাড়িতে এসে মেয়ের ঘরে গিয়ে দেখেন মেয়ের মরদেহ ঘড়ের আড়ার সাথে ঝুলছে।তিনি আরো বলেন,শুনেছি একটি ছেলের সাথে অনামিকার প্রেম চলছিল এবং বিয়ে নিয়ে পরিবারের সাথে বিরোধ সৃষ্টি হয় অনামিকার।মূলত এই বিষয়ের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ রাতেই উদ্ধার করে থানা আনা হয়েছে।মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মামলা প্রক্রিয়া দিন।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker