সাদ্দাম উদ্দীন রাজ, রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু (এমপি)। আরও ছিলেন সাংসদের সহধর্মিণী কল্পনা রাজিউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা সহকারী কমিশন ভূমি মো শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাফায়েত হোসেন পলাশ প্রমূখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা ভাল রাখতে পরবর্তী কর্মসূচি হাতে নেয়া হয়েছে।