সারাদেশ

হরিনাকুন্ডু নিত্যানন্দপুর চন্ডীতলা কালিকা পূজায় দিন ব্যাপি কবি গান অনুষ্ঠিত 

 
হরিনাকুন্ডু নিত্যানন্দপুর চন্ডীতলা কালিকা পূজায় দিন ব্যাপি কবি গান অনুষ্ঠিত  জনসংযোগ

ইনছান আলী, স্টাফ রিপোর্টার

হরিনাকুন্ডু উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের নিত্যানন্দপুর চন্ডীতলা মহাশ্মশান প্রাঙ্গণে বাৎসরিক কালিকা পূজা উৎযাপন করছে ২১ গ্রামের স্বনাতন ধর্মাবলম্বীরা মানুষ।

পূর্ব পুরুষের আমল থেকে ও প্রায় ১০০ শত বছরের উপরে এই কালিকা পূজা উৎযাপন করে আসছে তবে এবার কালিকা পূজা একটু জাঁকজমক ভাবে তুলে ধরেছেন বলে জানিয়েছেন পূজা কমিটির সভাপতি শ্রী অশিত বিশ্বাস। গত কাল ছিল সারাদিন ব্যাপি নিলা কীর্তন ও আজ সোমবার সারাদিন কবি গান অনুষ্ঠিত হয়, এই কবি গান শুনতে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ ও ভক্ত বৃন্দ উপস্থিত হয়।উৎযাপন কমিটির সভাপতি শ্রী অশিত বিশ্বাস জানান।

এ সম্পর্কিত আরও খবর

আগামিতে আরো এবারের চেয়ে বেশি জাঁকজমক ভাবে পূজা উৎযাপন করবো আশা সকলের সহযোগিতায়।পূজা মন্দিরে কবি গান শেষে প্রসাদ বিতরণ করা হয়।

শ্রী অশিত বিশ্বাস সাংবাদিকদের কে জানান আগামি কাল ২৯ মাঘ ১৩ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩ টায় প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবার পূজা।

তিনি আরও জানান সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর সব ধর্মের মানুষ ভাল থাকুক সেই কামনা করি।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker