স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামে জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকার ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে পৌর শহরের শাপলা চত্বর এলাকার ইউএ প্লাজায় এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মিজানুর রহমানের উদ্যোগে অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর প্রতিক আব্দুল হাই সরকার, সাবেক পৌর মেয়র আব্দুল জলিল, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক খন্দকার বাচ্চু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুস আলী, সময় টেলিভিশনের প্রতিনিধি বাদশাহ সৈকত, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন, চ্যানেল আই জেলা প্রতিনিধি শ্যামল ভৌমিক, ঢাকা প্রতিনিধি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক দাবানল পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন বাবুল, বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জিএম ক্যাপটেন,দৈনিক বগুড়ার প্রতিনিধি আমিনুল ইসলাম, সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমানুর রহমান খোকন, মুক্ত বার্তা পত্রিকার প্রতিনিধি আল মাসুদ, জাগো নিউজ প্রতিনিধি ফজলুল করিম ফারাজী, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, সাংস্কৃতিক সংগঠক একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোসসহ প্রমুখ।
বক্তব্যে পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, দৈনিক আমাদের বাংলা পত্রিকা ৮ম বর্ষে পর্দাপনে সবাইকে স্বাগত জানাই। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মিজানুর রহমানের হাত ধরে কুড়িগ্রামের উন্নয়ন ও অগ্রগতির সংবাদ উঠে আসুক এ কামনা সব সময়।