ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকার প্রবাসী মো:মাসুম করিমের ছেলে এসএসসি পরীক্ষার্থী স্বাধীন(১৬) নামে ছেলেটি গতকাল(১৩ ফ্রেরুয়ারি)সন্ধ্যা থেকে নিখোঁজ হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়,মুন্সীগঞ্জ শহরের কাজী কমরউদ্দিন গভঃ ইনস্টিটিউশন মানবিক বিভাগের প্রভাতি শাখার স্বাধীন এবার এসএসসি পরীক্ষার্থী।তার আগামী (১৫ ফ্রেরুয়ারি)প্রথম পরীক্ষা শুরু হবে।
স্বাধীনের বড় ভাই শুদ্ধ বলেন,গত ১ মাস ধরে তার সহপাঠী ও আমাদের সাথে বলে পড়াশোনা ভালো লাগে না।সে পড়াশোনা করবে না।আমরা একটু পড়াশোনার জন্য চাপ দেই। এই চাপ দেওয়ার ভয়েই সে গতকাল সন্ধ্যা বাসায় না এসে নিখোঁজ হয়েছে।স্বাধীনের আগামীকাল(১৫ ফ্রেরুয়ারি)প্রথম পরীক্ষা শুরু হবে।
কেউ যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন 01941165456 সদর থানায় সাধারণ ডায়রী করেছেন কিনা জানতে চাইলে বলেন জিডি করার প্রক্রিয়াধীন।