মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন বগুড়ার শিবগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চার মেয়র প্রার্থী তাদের মনোয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বিপুল সংখ্যক নেতাকর্মীসহ মনোনয়ন ফরম উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ’র নিকট জমা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল মোল্লা, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, আহসান হাবিব সবুজ, রেজাউল করিম চঞ্চল, জাহিদুল ইসলাম, আফিস মাহমুদ মিল্টন, সাবেক জেলা পরিষদ এর সদস্য মারুফ রহমান মুঞ্জু প্রমুখ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর ইসলাম রাজু বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মেয়র পদে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান এর নিকট মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, বগুড়া জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রমুখ।
অন্য দুইজন প্রার্থী ডা. হামদান মন্ডল ও খালেকুজ্জামান মেয়র পদে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।