টাঙ্গাইল প্রতিনিধি
দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতায় রাখার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাণিজ্য মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। আসন্ন রমজান উপলক্ষে কোনও পণ্যের কোনো সংকট থাকবে না। ব্যবসায়িদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, পণ্য যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে। সেগুলো যদি আমরা নিরবচ্ছিন্নভাবে সরবোরাহ করতে পারি তাহলে পণ্যের কোনো ঘাটতি থাকার কথা না। ভারত আমাদের পেয়াজ এবং চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। ভারত এবং পাশর্^বর্তী দেশ থেকে নিত্য প্রয়োজনীয় যে সব জিনিস রয়েছে সেসব যেন আমরা নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে পারি সে ব্যপারে আমরা কাজ করে যাবো। খেজুরের ট্যারিফ কমানো হয়েছে। রমজানে ছোলা এবং খেজুর বিশেষভাবে বরাদ্দ থাকবে। রমজান মাসে আমরা ২বার এটা সরবরাহ করবো। আমাদের যেন নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহে কমতি না থাকে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ারে টাঙ্গাইল-লাউহাটী-কালামপুর মাহাসড়কের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পূর্বে নিজ বাস ভবনে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠন, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, গতকালই ১কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ শুরু করেছি। আমরা এবার চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, চিনি দিচ্ছি, তেল দিচ্ছি। আমাদের যেটা পরিকল্পনা নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহে যেন ঘাটতি না থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা যদি করতে পারি তাহলে কোনও পন্যেই কেহ গাদ্দারী করার কোনও সুযোগ পাবে না। নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন, তেল, আটা, চাল যারা তৈরী করেন তাদের সঙ্গে বসে তেলের একটা দাম আমরা ঠিক করে দিবো।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস.এম এহসানুল হক সুমন, উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।