গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী বৈরাগী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান(৫৫)নিহত হয়েছে।সে উপজেলার কামদিয়া ইউনিয়নের পূর্র্ব বানিহালি গ্রামের মৃত আসাদ মাষ্টারের পুত্র।
আজ শনিবার সকাল সাড়ে দুপুরের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট মহাসড়কের কাটা নামক স্থানে এ দুর্র্ঘটনা ঘটে।
পুলিশ জানান, প্রধান শিক্ষক লুৎফর রহমান মোটরসাইকেল চালিয়ে রাজাবিরাট সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠলে গোবিন্দগঞ্জ মুখী মালবাহী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান।দুর্ঘটনা পরপরই পরিবারের লোকজন তার মরদেহ বাড়ীতে নিয়ে গেছে।
পরিবারের লোকজন জানান,আজ লুৎফর রহমানের বাড়ীতে তার ছেলে রাব্বি’র বৌভাতের অনুষ্ঠান।সেই বৌভাতের কিছু বাজার করার জন্য তিনি মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জে আসছিলেন।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।