সারাদেশ

বিডি ক্লিন বরগুনা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

 
বিডি ক্লিন বরগুনা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান  জনসংযোগ

 মো জহিরুল ইসলাম

“বিডি ক্লিন বরগুনা” ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বার্তা কার্যক্রম করেন এবং সেখানে “বিডি ক্লিন বরগুনা” তাদের একটি দল পরিষ্কার পরিচ্ছনতা করার জন্য উপস্থিত হয়। বরগুনা জেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও তার আশেপাশে এবং টাউন হল চত্ব সহ শুক্রবার বিকালে “বিডি ক্লিন বরগুনা” একটি সেচ্ছাসেবী সংগঠন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়। উক্ত পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন “বিডি ক্লিন বরগুনার” জেলার ট্রিম লিডারা এবং সদস্যরা।  

“বিডি ক্লিন বরগুনার” সেচ্ছাসেবীরা বলেন, মানুষ অভ্যাসের দাস,পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে পরিবর্তন করতে হবে আপনার যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার মানসিকতা। আসুন দেশের স্বার্থে, দশ এর স্বার্থে আজ থেকে পরিহার করি যত্রতত্র ময়লা ফেলার বদ অভ্যাস। আজ থেকেই আনি অভ্যাসে পরিবর্তন, ময়লা ফেলি যথাস্থানে, হই একটু সচেতন।

এ সম্পর্কিত আরও খবর

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker