আটক

ঝিনাইদহে সীমান্তে ভারতীয় নাগরিকসহ ২০ জন আটক

 
ঝিনাইদহে সীমান্তে ভারতীয় নাগরিকসহ ২০ জন আটক জনসংযোগ

ইনছান আলী, স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ভারতীয় নাগরিকসহ ২০ জনকে আটক করেছে৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৮ ফেব্রায়ারি) ভোর রাতে উপজেলার যাদবপুর ইউপির মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর

মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক এইচ.এম সালাহউদ্দিন চৌধুরী জানান,মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্তে অভিযান চালিয়ে পুরুষ, নারী ও শিশুসহ ২০ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে।আটক বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে অবৈধভাবে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের ঝিনাইদহ কারাগারে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker