টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ (৩০), নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫), গাইড়া বেতিল গ্রামের মঈনউদ্দিনের ছেলে লুৎফর রহমার (৪০) এবং তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫)। তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
মির্জাপুর বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ুন কবীর সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
হুমায়ূন কবীর জানান- পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এতে আরও ৩ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা মোট ৪ জন।