মোঃ জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ শনিবার সকালে বরগুনা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য গোলাম সরোবর টুকু।
পরে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর মেয়র এ্যাড. কামরুল আহসান মহারাজ,প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,গণমাধ্যম কর্মীসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে সভাপত্বি করেন বরগুনা সরকারি কলেজ অধ্যক্ষ ড. মোঃ মতিউর রহমান।