দেশ সংযোগ

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের ছাদ থেকে মরদেহ উদ্ধার

 
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের ছাদ থেকে মরদেহ উদ্ধার জনসংযোগ

কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের এমটি র‌্যাকের ছাদ থেকে অজ্ঞাত এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক সোয়া ১ টার সময় রংপুরের কাউনিয়া রেলস্টেশন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেল স্টেশন মাষ্টার হোসনে মোবারক।স্টেশন মাষ্টার জানান, কুড়িগ্রাম এক্সপ্রেসটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসে। কাউনিয়া স্টেশনের আসার পর ইঞ্জিন পরিবর্তন করার সময় এমপি র‌্যাকের ছাদে ওই যাত্রীর মরদেহ দেখতে পায় প্লাটফর্মে অবস্থানরত যাত্রীরা। পরে কাউনিয়া থানার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুপুর ২ টার সময় ওই মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কাউনিয়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পোষ্টমর্টেম করলে মৃত্যুরে প্রকৃত কারণ পাওয়া যাবে। এরমধ্যে পরিচয় পাওয়া গেলে পোষ্টমর্টে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker