কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
কাউনিয়ায় সোমবার সকালে পুকুরে মিললো বৃদ্ধের লাশ।পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামের ধলু মিয়ার পুত্র সোলাইমান আলী (৬৫)রবিবার বিকাল ৩ টায় বাড়ি থেকে বের হয়ে রাজিব গ্রামে পলাশ মিয়ার মৎস্য খামারে পাহারা দারের কাজে যায়। রাতে স্ত্রী কহিনুর বেগম ভাত নিয়ে মৎস্য খামারে গিয়ে তার স্বামী কে খুঁজে না বাড়িতে এসে পরিবারের লোকজন কে বিষয় জানান। মৎস্য খামারের পুকুরে আত্মীয় স্বজন সহ বিভিন্ন স্থানে তাকে খুঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে একই গ্রামের স্থানীয় হামিদুল হক নামের এক যুবক মৎস্য খামারের পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে পুকুরে এক বৃদ্ধের লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। নিমিষেই পুকুর পাড়ে শত শত মানুষের উপস্থিতি ঘটে। পরে পরিবারের লোকজন ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহত বৃদ্ধ সোলাইমান মিয়ার লাশ শনাক্ত করে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান বলেন কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।