গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচা পায় ময়নুন (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে । আহত হয়েছে ভ্যানের চার যাত্রী।
আজ সোমবার সন্ধ্যার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গাড়ানাটা (সবরিতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়নুল উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানান,ময়নুল তার ভ্যানে চার যাত্রী নিয়ে পৌর শহরের কালীবাড়ি বাজার থেকে ঢোলভাংগা বাজারের যাচ্ছিল । পথে গাড়ানাটা (সবরিতলা) এলাকায় গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ময়নুল নিহত হয় । এ সময় ভ্যানে থাকা চার যাত্রী আহত হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।