বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে শাওন হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিসহ ৩জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর এলাকার মোঃ আমজাদ হোসেনের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৪০) এবং তার দুই মেয়ে মোছাঃ রাজিয়া খাতুন (২৩) ও মোছাঃ রাবেয়া খাতুন সুন্দরী (২০)।
গাবতলী মডেল থানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর এলাকার মৃত আমজাদ হোসেন মন্ডলের ছেলে মোঃ মামুনুর রশিদ মিঠু (৪৬)। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মিঠুর পরিবারের সাথে একই এলাকার মোঃ আমজাদ হোসেনের পরিবারের ঝগড়া হয়। এক পর্যায়ে সকাল ১০টার দিকে আমজাদ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মিঠুর ছেলে শাওন মিয়ার (২২) বুকে ছুরিকাঘাত করে। এতে শাওন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মিঠু বাদী হয়ে থানায় ৭ জনের নামে মামলা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের রোববার দুপুর বেলা স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করেতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।