দেশ সংযোগ

মুন্সীগঞ্জে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে আমার স্কুল,আমার বাগান

 
মুন্সীগঞ্জে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে আমার স্কুল,আমার বাগান জনসংযোগ

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ শৈশবকালে বৈচিত্র্যপূর্ণ তরুরাজির সঙ্গে ভালোবাসার বন্ধন বিনির্মাণে মুন্সীগঞ্জ জেলার ৬১০টি প্রাথমিক ও ১২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে সুদৃশ্য বাগান করার এই পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন।এর পরিপেক্ষে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে “আমার স্কুল,আমার বাগান” তৈরি করা হচ্ছে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে পরিদর্শন করতে আসেন মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো:ইসমাইল হোসেন।এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন,কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:তাজুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক সাহানা আখতার,সিনিয়র শিক্ষক জাহানজীব সারোয়ার,মোন্তাছির রহমান,দিলীপ কুমার গোস্বামী প্রমুখ। 

জেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন,গত বুধবার(৭ই ফ্রেরুয়ারি) ৯টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো:আবুজাফর রিপন বিপিএএ। মঙ্গলবার(২০ই ফ্রেরুয়ারি)আবারও বিভাগীয় কমিশনার ৬টি উপজেলার মধ্যে ৩০টি স্কুলে আমার স্কুল,আমার বাগান উদ্বোধন করবেন।তিনি আরও বলেন,এটি আমরা শুরু করেছি এই প্রত্যয় নিয়ে যাতে ছোটবেলা থেকেই এ রকম একটি বাগানের সাথে ও বিভিন্ন ধরনের গাছের সাথে শিশুদের বন্ধন গড়ে ওঠে।

আমরা এ জেলার প্রত্যেকটি স্কুলে “আমার স্কুল,আমার বাগান” করার উদ্যোগ নিয়েছি।এর মাধ্যমে শিক্ষার্থীরা বাড়ির আঙ্গিনায় ছোটছোট বাগান করবে ও তারা গাছাপালার সাথে পরিচিত হবে, যেটি সারাজীবন তাদের কাজে লাগবে বলে মনে করি

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker