ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ শহরে ফাঁর্নিচার ব্যবসায়ীর গোডাইন আগুন দিয়েছে দুর্বৃত্তরা শহরের উত্তর ইসলামপুরের ফার্নিচার ব্যবসায়ী মোঃসোহেল এর ফার্নিচার গোডাইনে এই অগ্নিসংযোগ করা হয়।তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
সিসি ক্যামেরা ভিডিও চিত্রে দেখা যায় রাত সাড়ে ৩ টার দিকে মুখ বেধে দুই যুবক ফার্নিচারের গোডাইনটিতে আসে।তার কিছুক্ষণ পরে আগুন জ্বলতে থাকে গোডাইনটিতে।এসময় ওই দুই যুবককে সেখান থেকে দৌড়ে পালাতে দেখা যায়।
এসময় আসে পাশের লোকজন আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।এতে করে আগুন থেকে রক্ষা পায় আসে পাশের বাড়িঘর ও ফার্নিচার ব্যবসায়ী মালামাল।তবে আগুনের বিষয়ে চরম ভাবে আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ী সোহেল।
স্থানীয়রা জানান,রাতে আগুন দেখতে আসে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে না হলে গোডাইনটির আসেপাশে বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারতো।
সোহেল জানান,পূ্র্বশত্রুতার জেরে এই অগ্নিসংযোগ ঘটনা হয়েছে। এসময় তিনি আরো বলেন উত্তর ইসলামপুরের আলোচিত ত্রীপল মার্ডারের আসামীরা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে।এতে তিনি আতঙ্কিত অবস্থায় রয়েছেন বলেও জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃআমিলুন ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।