জরিমানা

মুন্সীগঞ্জ শহরে হাজী রেস্তোরা এন্ড ফাস্টফুডকে এক লাখ টাকা জরিমানা

 
মুন্সীগঞ্জ শহরে হাজী রেস্তোরা এন্ড ফাস্টফুডকে এক লাখ টাকা জরিমানা জনসংযোগ

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও অনুমোদন- হীন পণ্যসামগ্রী ব্যবহার করাসহ অনিয়মের অভিযোগে হাজী রেস্তোরা ও ফাস্টফুড নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বর এলাকায় অভিযানে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা।

মুন্সীগঞ্জের জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক জানান,সকাল থেকে শহরের হাজী রেস্তোরা ও ফাস্টফুডে অভিযান চালানো হয়েছে।এতে দেখা যায় অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করা,একই তেল বারবার ব্যাবহার করা,অনুমোদনহীন ও নিম্ন মানের পণ্যসামগ্রী খাবারে ব্যাবহার করা করা হচ্ছে।যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর।

এছাড়াও প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকা সহ নানা অসঙ্গতি পাওয়ায় ওই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।তিনি আরও বলেন, আমরা ধারাবাহিকভাবে আমাদের অভিযান অব্যাহত রাখবো। আমাদের অভিযান চলবে বিকেল পর্যন্ত।

এ সময় সদর পুলিশের পাশাপাশি এ অভিযানে আরও সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানেটারী ইন্সপেক্টর মো:গাজী আমিন।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker