২১ ফেব্রুয়ারী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন গণেশ কুমার দেব শর্ম্মা

 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন গণেশ কুমার দেব শর্ম্মা জনসংযোগ

মোঃ জাকিরুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাউনিয়া উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ভ্যাক্সিনেটর,সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়ানুরাগী, গণেশ কুমার দেব শর্ম্মা কাউনিয়া উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন গণেশ কুমার দেব শর্ম্মা জনসংযোগ

এক শুভেচ্ছা বার্তায় গণেশ কুমার দেব শর্ম্মা বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে গরীব দু:খী মেহনতী মানুষের পরম বন্ধু হয়ে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চাই সবাইকে সাথে নিয়ে, ফেব্রুয়ারী মাস ভাষার মাস বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন। আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।

তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়; এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও। পরিশেষে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, মহান আল্লাহ সবাইকে সুস্থ্য রাখুন এই প্রত্যাশা করি।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker