ক্যম্পাস

ইবিতে প্ল্যানচেট বিতর্ক;ওঝার জাদুতে হাজির মোহাম্মদ আলী জিন্নাহ

 
ইবিতে প্ল্যানচেট বিতর্ক;ওঝার জাদুতে হাজির মোহাম্মদ আলী জিন্নাহ জনসংযোগ

রবিউল, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ও মহান ভাষা শহিদদের স্মরণে প্রথমবারের মতো ব্যতিক্রমী ‘প্ল্যানচেট বিতর্ক’ আয়োজিত হয়েছে। এতে প্রতীকী আত্মা (শহিদরা) নেমে এসে না বলার কথা ব্যক্ত করেন এবং এক পর্যায়ে প্রতীকী আত্মা মোহাম্মদ আলী জিন্নাহ ব্যক্ত করেন ভাষার প্রতি তাঁর অব্যক্ত কথাগুলো। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান ফটক সংলগ্ন মুজিব ম্যুরালের সামনে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল ডিবেটিং সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলতাফ হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি আনিসুর রহমান সহ অন্যান্য সদস্যরা। 

এতে ওঝা হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানভীর। এসময় প্রতিযোগীরা ভাষা শহিদদের আত্মারুপে তাদের বক্তব্য পেশে হাজির হন। ভাষা শহিদ রফিকের চরিত্রে উপস্থাপন করেন মোয়াব্বেজ রহমান জিম, সালামের আত্মাকে উপস্থাপন করেন মোহাইমিনুল ইসলাম রক্তিম, শহীদ শফিউরকে ধারণ করেন গোলাম হক্কানী, আবুল বরকততের চরিত্রে উপস্থাপন করেন সঞ্চয় বড়ুয়া ও আব্দুল জব্বারের চরিত্রে বক্তব্য দেন মিশুক শাহরিয়ার। এছাড়াও মোহাম্মদ আলী জিন্নাহকে উপস্থাপন করেন জাহেদুল ইসলাম। 

শহিদদের প্রতীকী চরিত্রে বক্তারা সর্বত্র বাংলা ভাষার ব্যবহারের দাবি জানান। এছাড়াও বাংলার বিকৃত ব্যবহার বন্ধের কথা বলেন।

সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ বলেন, আমি পুরাপুরিই মুগ্ধ। আমার স্টুডেন্টরা চাহিদার বাহিরে কিছু দেখিয়ে তাদের যোগ্যতা প্রমাণ দিলো। ক্যাম্পাসে প্রথম বারের মতো এমন আয়োজন সত্যি প্রশংসনীয়। মনে হলো উন্মুক্ত স্থানে দর্শকদের ভাষা শহিদের ক্লাস নিলো। জাতীয় পর্যায়ে ভালো করবা তোমাদের যোগ্যতায়।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker