সারাদেশ

কাউনিয়ায় আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত 

 
কাউনিয়ায় আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত  জনসংযোগ

 কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় দেশের প্রাচীনতম বীজ কোম্পানি এ আর মালিক সিডস এর আগাম ও উচ্চ ফলনশীল রেনমি (সাদা) ও কোরাজান (লাল) আলু বীজের সম্প্রসারণে প্রদর্শনী প্লট পরিদর্শন ও মাঠ দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামসিং গ্রামের কৃষকদের রেনমি ও কোরাজান জাতের আলু উৎপাদনে উৎসাহ প্রদানে এ মাঠ দিবস পালিত হয়েছে। 

এ সম্পর্কিত আরও খবর

 মাঠ দিবস অনুষ্ঠানে আলু চাষী মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ আর মালিক সিডস কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ রহমান, 

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউনিয়া মায়ের দোয়া বীজ ভান্ডারের স্বত্বাধিকারি মোহাম্মদ তাজরুল ইসলাম, এ আর মালিক সিডস কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রুবেল মিয়া, রংপুর ডিস্ট্রিবিউটর মোঃ আবদুর রহমান, আলুচাষী কুদ্দুস আলী, জহির রায়হান প্রমুখ । 

বক্তারা এ সময় রেনমি ও কোরাজান আলু বীজ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বলেন, এই জাতের আলু চাষে তারা লাভবান হচ্ছেন এবং আগাম চাষে প্রতি শতকে ১২০ কেজির উপরে ফলন পাচ্ছেন। 

৫৫ থেকে ৬০ দিনে এই আলু উত্তোলন করা যায় তাই স্বল্প সময়ে প্রচলিত জাতের তুলনায় অধিক ফলন এবং বেশি দাম পাচ্ছেন। আলু চাষী প্রায় ২২০ জন কৃষক সহ ওই অঞ্চলের প্রায় ৩ শতাধিক কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker