আটক

কুড়িগ্রামের কুখ্যাত মাদক কারবারি মজনু পুলিশের হাতে আটক 

 
কুড়িগ্রামের কুখ্যাত মাদক কারবারি মজনু পুলিশের হাতে আটক  জনসংযোগ

মো শাহজাহান খন্দকার, কুড়িগ্রাম 

কুড়িগ্রামে অভিনব কায়দায় প্যাডেল চালিত ভ্যানে গাঁজা পরিবহনের সময় কুখ্যাত মাদক কারবারি মজনু’কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন শিমুল বাড়ি ইউনিয়নের বোর্ডবাজার এলাকা থেকে বগুড়া জেলার গাবতলী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মজনু মিয়া’কে অভিনব কায়দায় প্যাডেল চালিত ভ্যানের বডিতে ফিটিংকৃত অবস্থায় ০৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker