দেশ সংযোগ

সিসিডিবির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

 
সিসিডিবির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ জনসংযোগ

রাকিবুল হাসান, সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে। শ্যামনগর উপজেলার 

(১৯ ফেব্রুয়ারি ) সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যামে প্রশিক্ষণ শুরু হয়ে *২০ ফেব্রুয়ারী) ৪ টায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

৯নং ওয়ার্ডের জরুরী সাড়া প্রদানকারী দলের ১৭ জন (নারী-৬, পুরুশ-১১) স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি জনাব বিলাল হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ। আজ উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন।

 জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ আগের চেয়ে বেড়েছে। ঝুঁকি বাড়ছে উপকূলের মানুষের। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। স্বেচ্ছাসেবকদের এ ধরনের প্রশিক্ষণ দিলে তারা মানুষকে সচেতন করতে পারবে। দুর্যোগের আগে, দুর্যোগকালীন সময়ে এবং দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের জান মালের ক্ষতি কমাতে সক্ষম হবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker