২১ ফেব্রুয়ারী

এমপি গাজীর পক্ষ থেকে একুশে প্রথম পহরে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিনম্র শ্রদ্ধা নিবেদন

 
এমপি গাজীর পক্ষ থেকে একুশে প্রথম পহরে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিনম্র শ্রদ্ধা নিবেদন জনসংযোগ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে রূপগঞ্জে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থিত শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন ও সফল সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ রুপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী বৃন্দ।গাজী তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আওয়ামী লীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে নিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় মন্ত্রী বলেন, পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্তদিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে। সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে। তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছেন। তার নেতৃত্বে মাতৃভাষা দিবস ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করেছে। সারা বিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker