কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার স্কয়ার ল্যাবরেটরি স্কুল হল রুমে শহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি সংসদের উপদেষ্টা কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা তবারক হোসেন, কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, রেলওয়ে কর্মচারী নেতা আব্দুল বারী, মনিরুল ইসলাম মিন্টু, মিলন সংঘের সাধারণ সম্পাদক মলিন চন্দ্র।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনশহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান। আলোচনা সভা শেষে ভাষা আন্দোলন এবং সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।