ইনছান আলী, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ সদর উপজেলার জনপ্রতিনিধি ও অফিসাবৃন্দের সাথে নবাগত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ’র সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবাগত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর সভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল,উপজেলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবি, কালীচরনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন বিশ্বাস, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম, পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার সহ ইউনিয়নের জনপ্রতিনিধি ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।